Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Help Desk

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

গাইবান্ধা জেলা কার্যালয়, গাইবান্ধা

http://dncrp.gaibandha.gov.bd/

 

সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেনস চার্টার)

১. ভিশন ও মিশন

রূপকল্প (Vision)  :  ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধ তথা ভোক্তা অধিকার সংরক্ষণ ও উন্নয়ন। 

অভিলক্ষ্য (Mission): ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও প্রচারণামূলক কর্মকান্ড দ্বারা জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যাবলী

 

  • নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা।
  • দায়েরকৃত অভিযোগের তদন্তপূর্বক শুনানীর মাধ্যমে নিষ্পত্তি করা।
  • ভোক্তা স্বার্থ বিরোধী কার্যক্রম ও অপরাধ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করা।
  • স্বচ্ছতা নিশ্চিত করণে নিয়মিত গণশুনানীর আয়োজন করা।

২.প্রতিশ্রুতি ও সেবাসমূহ :

২.১ নাগরিক সেবা

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময় সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল)

ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অভিযোগ দায়ের, পরিচালনা ও নিষ্পত্তি।

অভিযোগ প্রাপ্তির পর যথাযধ বিধি বিধান অনুসরণ পূর্বক অভিযোগসমূহের তদন্ত ও নিষ্পত্তিকরণ।

অভিযোগ অব্যশই লিখিত হবে,অভিযোগকারীকে অভিযোগ দায়েরের সময় আবশ্যিকভাবে তার এন আই ডি নং (যদি থাকে),পূর্ণ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স ও ই-মেইল নম্বর (যদি থাকে) এবং পেশা উল্লেখ করতে হবে,কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হবে, অভিযোগের সাথে যথাযথ প্রমাণ ও পণ্যের নমুনা দাখিন করতে হবে।

 

বিনামূল্যে

৩০(ত্রিশ) কার্যদিবস

সহকারী পরিচালক

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়, গাইবান্ধা।

ad-gaibandha@dncrp.gov.bd

২.২ সেবাসমূহ:

ক্রমিক

সেবার নাম(ভোক্তা অধিকার বিরোধী কাজ এবং উক্ত কাজ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অভিযোগ দায়ের, তদন্ত ও নিষ্পত্তি )

সেবা প্রার্থী/অভিযোগকারী

সেবা প্রদানকারী

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময় সীমা

মাধ্যম এবং অভিযোগ দায়েরের পদ্ধতি

নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোন পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা

১. যে কোন ভোক্তা।
২. একই স্বার্থ সংশ্লিষ্ট এক বা একাধিক ভোক্তা
৩.কোন আইনের অধীনে নিবন্ধিত কোন ভোক্তা সংস্হা
৪. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ বা তার পক্ষে অভিযোগ দায়েরের ক্ষমতা প্রাপ্ত কোন কর্মকর্তা।
৫.সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন সরকারী কর্মকর্তা ।
৬. সংশ্লিষ্ট পাইকারী ও খূচরা ব্যবসায়ী।

১। মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
১ কারওয়ান বাজার, টিসিবি ভবন (৮ম তলা), ঢাকা, ফোন/ ফ্যাক্সঃ ৮১৮৯৪২৫, ইমেইল:

info@dncrp.gov.bd,
dg@
dncrp.gov.bd

 

২। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা।

৩। উপ-পরিচালক, রংপুর বিভাগীয় কার্যালয় , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ফোনঃ 0521-55691  ই-মেইল  dd-rangpur@dncrp.gov.bd

অথবা

৪। সহকারি পরিচালক, গাইবান্ধা জেলা কার্যালয়, গাইবান্ধা।

ই-মেইলঃ ad-gaibandha@dncrp.gov.bd

Mobile: 01318396990

 

বিনামূল্যে

৩০(ত্রিশ) কার্যদিবস

১. অভিযোগ অব্যশই লিখিত হবে।
২.সেল ফোনে বা এসএমএস করে 
৩. ফ্যাক্স, ই- মেইল ইত্যাদি
৪.ইলেক্ট্রনিক মাধ্যমে বা অন্য কোন উপায়ে

৫. অভিযোগকারী অভিযোগ দায়েরের সময় আবশ্যিকভাবে তার এন আই ডি নং (যদি থাকে),পূর্ণ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স ও ই-মেইল নম্বর (যদি থাকে) এবং পেশা উল্লেখ করবেন।

৬. কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হবে।

৭। অভিযোগের সাথে যথাযথ প্রমাণ ও পণ্যের নমুনা দাখিন করতে হবে।

জেনেশুনে ভেজাল মিশ্রিত পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা

স্বাস্থ্যের জন্য মারাত্বকভাবে ক্ষতিকারক দ্রব্য মিশ্রিত কোন খাদ্য পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা

মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা

প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা

ওজনে ও বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা

পরিমাপে ও দৈর্ঘ্য পরিমাপক ফিতা বা অন্য কিছূতে কারচুপি করা

কোন নকল পণ্য বা ঔষধ প্রস্তুত বা উৎপাদন করা

মেয়াদ উর্ত্তীণ পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা

১০

নিষিদ্ধ ঘোষিত কোন কাজ করা যাতে সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে

১১

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা

১২

অবহেলা, দায়িত্বহীনতা দ্বারা সেবাগ্রহীতার অর্থ বা স্বাস্থ্যহানী ঘটানো

১৩

কোন পণ্য মোড়কাবদ্ধভাবে বিক্রয় করার এবং মোড়কের গায়ে পণ্যের উপাদান,সর্বোচ্চ খুচরা বিক্রয় মুল্য , উৎপাদনের তারিখ, মেয়াদ উর্তীণের তারিখ ইত্যাদি রেখার বাধ্যবাধকতা লংঘন করা

১৪

আইনানুগ বাধ্যবাধকতা অমান্য করে দোকন বা প্রতিষ্ঠানের সেবার মূল্যের তালিকা সংরক্ষণ না করা এবংসংশ্লিষ্ঠ স্হানে উক্ত তালিকা লটকায়ে প্রদর্শন না করা